বাংলাদেশের উত্তরে  তিস্তা-ধরলা বিধৌত স্বল্পোন্নত জেলা লালমনিরহাট। জেলার পাটগ্রাম  উপজেলায় ৯.২৩ একর খোলামেলা জায়গায় ০১.০৭.১৯৬৮খ্রি. প্রতিষ্ঠিত হয় সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ। প্রতিষ্ঠাতা সদস্যগণ হলেন জনাব মো. তোজাম্মেল হোসেন, জনাব আলাউদ্দিন আহমেদ, জনাব আব্দুর রহমান মিয়া, জনাব আব্দুর রহমান প্রধান, জনাব আজিজার রহমান মিয়া, জনাব আবেদ আলী, জনাব আমির হোসেন প্রধান, জনাব আবুল হোসেন মিয়া, জনাব তফিজ উদ্দিন আহমেদ সহ অনেক নিবেদিত প্রাণ ব্যাক্তিবর্গ।   কলেজটি ১৯৮৬ সালে সরকারিকরণ করা হয়।  কলেজটি জন্ম দিয়েছে অনেক জ্ঞানী গুণী ব্যক্তির যারা বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন উজ্জ্বল ভূমিকা। এ কলেজ থেকে শিক্ষালাভ করে অনেক শিক্ষার্থী  চিকিৎসক, আইনজীবী, প্রশাসক, বিজ্ঞানী, প্রকৌশলী ও রাজনীতিবিদ রূপে আত্মপ্রকাশ করেছেন। অনেক ভালো ভালো শিক্ষক এ কলেজে শিক্ষাদান করতেন।  কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস, স্নাতক সম্মান  পর্যায়ে পাঠদান চালু আছে। প্রতিবছর এ কলেজ থেকে অনেক  শিক্ষার্থী উচ্চমাধ্যমিক  পাস করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। আরো পড়ুন

 

Our Partner betting site in gh